গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:58 PM, 08 February 2023

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রীসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রীর অপরাধে ৪ ব্যবসায়ীর জরিমানা ।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি, নওয়াপাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে নওয়াপাড়া বাজারে মেসার্স খুশি মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে দোকান মালিক মোঃ শিমুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ হাজার টাকা।

মেসার্স ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি ও অন্যান্য খাবার তৈরি, ফ্রিজে রেখে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে দোকান মোঃ রহিদুল ইসলামকে ৪৩ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা।

মেসার্স রকিবুল ফল ভান্ডারের মালিক মোঃ রকিবুল ইসলামকে মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ১ হাজার টাকা। মেসার্স আরিফ স্টোরের মালিক মোঃ আরিফুল ইসলামকে একই অপরাধে ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন :