গাংনীতে ডিবি পুলিশের অভিযানে মদসহ যুবক আটক।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:49 PM, 29 May 2023

মেহেরপুরের গাংনীতে ১২ বােতল ভারতীয় মদসহ আব্দুল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত আব্দুল্রাহ গাংনী উপজেলার কাজীপুর মন্ডলপাড়ার সিহাব আলীর ছেলে।

সােমবার (২৯ মে) দুপুরে কাজীপুর মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, এএসআই হেলাল উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করেন । মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায় গােপন সংবাদের ভিত্তিতে কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে ভারতীয় ১২ বােতল মদসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে সােমবার গাংনী থানায় মামলা করা হয়েছে। মামলা নং- ৩৪।

আপনার মতামত লিখুন :