গাংনীতে লাটা হাম্বা উল্টে স্কুলছাত্র নিহত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:47 PM, 25 May 2023

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বা উল্টে সাজ্জাদ হোসেন (১৪) নামের স্কুল ছাত্র নিহত ও হাসান আলি(১৫) নামের অপর কিশোর মারাত্মক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন উপজেলা চরগোয়াল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও হাসান আলী একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও নিহতর পরিবার সূত্রে জানা যায়, আব্দুস সাত্তারের ছেলে হেলালের অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বা গাড়ি নিয়ে ইটভাটায় মাটি দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাজ্জাদ হোসেন সহ তার বন্ধুরা। পুরাতন মটমুড়া-মোহাম্মদপুর সড়কে লাটা হাম্বা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। আহত হাসানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :