গাংনীতে বঙ্গবন্ধু জুলি ও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি পালিত

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  05:49 PM, 28 May 2023

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়ােজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের মধ্য ছিল বর্ণাঢ্য শােভাযাত্রা, আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার (২৮ মে) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
এতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।

এসময় উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিতি ছিলেন। আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দরা।

আপনার মতামত লিখুন :