পুলিশের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় পালিয়ে যাওয়া এক মাদক পাচারকারী গ্রেফতার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  12:33 PM, 02 June 2023

মাদক পাচারকারীদের মোটর সাইকেলের সাথে পুলিশের মোটরসাইকেলের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত এবং ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে দুর্ঘটনার পর সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনিছুর রহমান (৪৭)। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মালিথাপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। সে একজন মাদক পাচারকারী এবং দুর্ঘটনায় উদ্ধার হওয়া মোটরসাইকেলের মালিক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুই কনস্টেবলকে হাসপাতালে ভর্তির পাশাপাশি পালিয়ে যাওয়া দুই মাদক পাচারকারীকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তাদেরকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে আনিছুরকে গ্রেফতার করা হয় তার বাড়ি থেকে। একই ঘটনায় আত্মগোপনে থাকা মাদক পাচারকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গ্রেফতার আনিছুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা জানিয়েছে।
এ ঘটনায় গাংনী থানায় আনিছুর রহমান ও তার সঙ্গীয় মাদক পাচারকারীর নামে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আনিছুরকে বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালতের আদেশে তাকে গাংনী থানায় রিমান্ডে আনা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বিকেলে মাদক পাচারকারীরা মোটরসাইকেলযোগে মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে অভিযানে যায়। সেখানে একটি মোটর সাইকেল দুই মাদক কারবারীরা পুলিশ দেখে দ্রুত পালানোর চেষ্টা করে। দুই কনস্টেবল একটি মোটর সাইকেলে মাদক পাচারকারীদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ৬/৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহাম্মদপুর-মোমিনপুরে গিয়ে মাদক পাচারকারীদের মোটর সাইকেলের সাথে পুলিশের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রক্তাত্ব আহত হন কনস্টেবল তানভির ও তৌহিদ। তবে মাদক পাচারকারীরা আহত হলেও তারা ১৪৬ বোতল ফেনসিডিল ও তাদের ব্যবহহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশের পেছনে থাকা অভিযান দলের সদস্যরা ফেনসিডিল উদ্ধার ও আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে প্রেরণ করে।

আপনার মতামত লিখুন :