গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অর্থ খোয়ালেন ২ জন।
মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহাবুদ্দিন রাজা (৩৫) ও আব্দুর রহমান (৬৫) নামের দুই জন ব্যক্তির অর্থ খোয়া গেছে।
শুক্রবার (২ জুন) দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী লোকাল বাসের ভিতরে এ ঘটনা ঘটে।
অর্থ খোয়া যাওয়া ব্যক্তিরা হলেন- গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন রাজা ও গাংনী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে আব্দুর রহমান।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহাবুদ্দিন (রাজা) লোকাল বাসযোগে মেহেরপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়লে পরিচিত কয়েকজন যাত্রী তাকে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জ্ঞান ফিরে আসলে তার সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানান পৌরসভার ওই কর্মকর্তা।
অপরদিকে, শিশিরপাড়া গ্রামের চা ব্যবসায়ী মখলেসুর রহমান বলেন, গাংনী পৌর এলাকার-২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে আব্দুর রহমান শুক্রবার দুপুর আড়াইটার দিকে লোকাল বাসযোগে বামন্দি পশু হাটে গরু কিনতে যাচ্ছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সঙ্গে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। ওই সময় কয়েকজন পরিচিত যাত্রী পরিবারে সংবাদ দিলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দু’জন অসুস্থ হওয়ার সংবাদ শুনেছি। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।