গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু।
মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা (মরা) নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাইসা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু মাইসা গাংনী উপজেলার আকুবপুর গ্রামের বকুল হোসেনের মেয়ে।
সোমবার (৪ জুন) দুপুরের দিকে একই উপজেলার মহাম্মদপুর গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে মাইসা মায়ের সাথে প্রতিবেশী গ্রাম মহাম্মদপুরে তার খালু সেন্টু মিয়ার বাড়িতে বেড়াতে যায়।
সেখানকার কয়েক শিশুর সাথে খেলার এক পর্যায়ে গ্রামের পাশে মাথাভাঙ্গা (মরা) নদীতে গোসল করতে নামে । নদীতে নামার পরেই পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পানির নিচ থেকে মাইসাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহম্মেদ।