তীব্র তাপদাহের পর মেহেরপুরে স্বস্তির বৃষ্টি!
একটানা বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টির পর আজ শুক্রবার মেহেরপুরে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। শুক্রবার জুম্মার নামাজের পর থেকে আকাশে দেখা দেয় কালো মেঘের ঘনঘটা। পরে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি! এরপর থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে এ অঞ্চলের তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে বাকী দিন গুলোর চাইতে তীব্র গরম আর তাপদাহ কিছুটা ব্যতিক্রম ছিল। তবে দুপুরে জুম্মার নামাজের পর থেকেই শুরু হয় সেই স্বস্তির বৃষ্টি। মেহেরপুর জেলা-সহ সারাদেশে বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় জনজীবনে বাড়তে থাকে অস্বস্তি। তার সাথে দীর্ঘ কয়েকদিন থেকে মেহেরপুর জেলাসহ সারাদেশে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। যার কারণে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। এই পরিস্থিতির মধ্যে হটাৎ করে স্বস্তির বৃষ্টিতে জনজীবনে স্বস্তির দেখা দিয়েছে!