দৌলতপুরে সংঘর্ষে নিহত লাশ নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে মরিয়া সাবেক এমপি রেজাউল হক চৌধুরী

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  12:11 PM, 16 June 2023

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া হাটখোলা এলাকায় গরুতে জমির পাট খাওয়া নিয়ে সরদার বংশ ও মালিথা বংশ সংঘর্ষে মালিথা গ্রুপের ২জন নিহত এবং উভয় পক্ষের অন্তত ২২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২)।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার সময় সংঘর্ষে নিহত বজলু মালিথার জমিতে সরদার বংশের ফরিদ খাসারু এর গরু পাট খেয়ে ফেলে। গরুতে পাট খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে লোকজনের কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ভেলশ মালিথা (৪০) ও বজলু মালিথা (৪২) নিহত হয়।

মালিথা বংশের দুই জন নিহত ব্যক্তিকে নিয়ে রাজনৈনিতভাবে রুপ দেওয়ার অপচেষ্টা চলাতে মরিয়া সাবেক সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী ও তার অনুসারীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দৌলতপুর উপজেলা আওয়ামীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে চৌধুরী পরিবারের সদস্য ও অনুসারীরা। মাডার হওয়ার কয়েকদিন পূর্বে আলহাজ্ব রেজাউল হক চৌধুরী মরিচা ইউনিয়নে গণসংযোগ কালে উস্কানি মূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করে আসেন তার কয়েক দিন পরে মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলায় ঘটে জুড়া খুন।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, মরিচা ইউনিয়নে বংশীয় বংশীয় সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয় আর এই নিহত ব্যক্তিদের লাশ নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে মরিয়া সাবেক স্বতন্ত্র এমপি আলহাজ্ব রেজাউল চৌধুরীর পরিবার ও তাদের অনুসারীরা দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের মাঝে বিভেদ সৃষ্টি করে দৌলতপুরের উন্নয়নের রুপকার আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই।

আপনার মতামত লিখুন :