গাংনীর বামন্দী হাটের উন্নয়ন কাজের উদ্বােধন।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হাটের উন্নয়ন কাজের উদ্বােধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বামন্দী ইউনিয়ন পরিষদ উদ্বোধনের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বােধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, আওয়ামী মহিলা লীগ নেত্রী লাইলা আরজুমান বানু। এসময় উপস্থিত ছিলেন, বামন্দী হাট মালিক আমিরুল ইসলাম শেখ। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনীতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।