গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বর সোহেল আটক।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:53 PM, 19 June 2023

এবার ৫ কেজি গাঁজা সহ ধরা পড়লেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বর সোহেল আহমেদ। সোমবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া ডিবি পুলিশ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাটিকামারা এলাকা থেকে সোহেল আহমেদ কে আটক করে।

আটক সোহেল আহমেদ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবুরপাড়া গ্রামের শওকত হোসেনের ছেলে। এবং কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বর।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে কুষ্টিয়া ডিবি’র অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কুমারখালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, মেহেরপুর জেলা থেকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে রাজবাড়ী জেলার দিকে রওনা দিয়েছে। উক্ত সংবাদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে সোহেল তার মোটরসাইকেল নিয়ে ডিবি পুলিশের সামনে দিয়ে যাওয়ার সময়ে তাকে থামানোর সংকেত দেন। এ সময় সে মোটরসাইকেল না থামিয়ে সংকেত অমান্য করে কনস্টেবল মো: ইনজামুল ইসলামকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে কুমারখালী থানা এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি তাড়া করে কুমারখালী থানাধীন বাটিকামারা সাকিনস্থ তরুন মোড়ে জনৈক মোঃ আসাদুল শেখ এর চায়ের দোকানের সামনে কুষ্টিয়া-টু-রাজবাড়ী গামী মহাসড়কের উপর সোহেল আহমেদকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত বছর ফরিদপুরের পুলিশ সোহেল আহমেদকে গাঁজা সহ গ্রেফতার করেছিল।

আপনার মতামত লিখুন :