গাংনীতে ১ কি: মি: পাকা সড়কের অভাবে ভোগান্তি।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  07:34 PM, 23 June 2023

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাংগা মোল্লাপাড়া হতে পশ্চিমপাড়া পর্যন্ত মাত্র ১ কি: মি: পাকা সড়কের অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে শতশত মানুষকে।

উক্ত সড়ক দিয়ে প্রতিদিন কাজীপুর, নওদাপাড়া, সাহেবনগর, পলাশীপাড়া, তেঁতুলবাড়ীয়া, করমদী ও সহড়াতলাসহ আশেপাশের গ্রামের শতশত মানুষের চলাচল। কিন্তু দুঃখের বিষয় বর্ষা মৌসুমে সড়কের অধিকাংশ জায়গায় কাঁদা থাকায় সড়কটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তি পোহাতে হয় শতশত মানুষকে। অথবা বিকল্প সড়ক ব্যবহার করে সময় ও অর্থ দু’টোই অপচয় করে চলাচল করতে হয়।
গত ১০ জুন উক্ত সড়কে মাটি তুলে উঁচু করার কাজ সমাপ্ত হলেও পাকাকরণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। সড়কটি পাকাকরণ করা হলে উল্লেখিত গ্রামের লোকজন বিশেষ করে হাড়াভাংগা মোল্লাপাড়ার লোকজন উপকৃত হবেন।
এলাকাবাসীরা জানান, ইতিপূর্বে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন হাড়াভাংগা গ্রামে এসে উক্ত সড়কটি পাকাকরণের কথা বললেও এখন অবধি পাকাকরণ করা হয়নি। এতে করে বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হয় শতশত মানুষকে। এখন আষাঢ় মাস চলছে, বৃষ্টি অব্যাহত থাকলে একই সমস্যায় ভুগবেন এলাকাবাসী। এমতবস্থায় অনতিবিলম্বে সড়কটি পাকাকরণ করে জন দুর্ভোগ দূরীকরণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।

আপনার মতামত লিখুন :