গাংনীতে র্যাবের অভিযানে ১জন আটক।
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি ২শ গ্রাম গাঁজাসহ মারফত আলী মন্ডল (৪০) নামের একজনকে আটক করেছে র্যাব সদস্যরা। এসময় ১টি অটােভ্যান ১ মােবাইলফােন ও ১৬শ টাকা জব্দ করা হয়।
আটককৃত মারফত গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের মাঠপাড়ার মৃত ইমাজ উদ্দীনের ছেলে। রবিবার সকালে র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা গােপন সংবাদের ভিত্তিতে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কাঁচা বাজারের নিকট অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহ জনক ভাবে মারফতকে আটক করে। পরে তার কাছ থেকে ৭কেজি ২গ্রাম গাঁজা উদ্ধার এবং ১টি অটােভ্যান, ১ মােবাইলফােন ও ১৬শ টাকা জব্দ করা হয়। গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, আটককৃত মারফত মন্ডলের নামে মামলা করার প্রস্তুতি চলছে।