গাংনীতে প্রেমিকার আত্মহত্যার খবরে প্রেমিকেরও বিষপান।
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ব্রজপুর ঈদগাঁহ পাড়ায় গলায় ফাঁস নিয়ে রুবিনা খাতুন (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে। রুবিনা খাতুন ওই গ্রামের ওবিরুল ইসলামের মেয়ে। সোমবার (৩ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে।
প্রেমিকা রুবিনার আত্মহত্যার খবর শুনে প্রেমিক রিংকুও বিষপান করে হাজির হোন মৃত প্রেমিকার বাড়িতে। প্রেমিক রিংকুকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে বামন্দীর স্থানীয় একটি ক্লিনিকে ও পরে সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগে রুবিনা খাতুনের বিয়ে হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে সবুজের সাথে। ঈদের পরে স্বামী সহ রুবিনা খাতুন মায়ের বাড়িতে বেড়াতে আসে। বেড়াতে আসার পর আজ সকালে বসতঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। রুবিনার গাংনী উপজেলার দেবিপুর গ্রামের রিংকু নামক একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রুবিনা তার নানা বাড়ি দেবিপুর গ্রামে থেকে লেখাপড়া করতো। রিংকুর কাছে প্রাইভেট পড়ার সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে; তার সাথে বিয়ে না হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। এদিকে রুবিনার গলায় ফাঁস নেওয়ার কথা শুনে তার প্রেমিক রিংকু বিষপান করে ব্রজপুর গ্রামের উপস্থিত হয়। পরে তার পরিবারের লোকজন এসে তাকে নিয়ে যায়।
গলায় ফাঁস নিয়ে নিহত রুবিনার মা সুমাইয়া খাতুন বলেন, আমার মেয়ে আজ সকালে হঠাৎ করে আত্মহত্যা করেছে। কিভাবে কি হয়েছে আমরা কিছুই জানিনা। রিংকুর সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমরা তাও জানিনা।
এদিকে খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।