গাংনীর সহড়াতলা সীমান্ত থেকে শার্টারগান উদ্ধার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:12 PM, 04 July 2023

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি সহড়াতলা গ্রামের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় শার্টারগান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

সােমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সহড়াতলা সীমান্ত পিলারের ১৪২/৪ এর আনুমানিক ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সহড়াতলা মাঠ থেকে শার্টারগানটি উদ্ধার করা হয়। সহড়াতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ইসরাফিল শেখ এর নেতৃত্বে বিজিবির একটিদল শার্টারগানটি উদ্ধার করে। ৪৭ বিজিবির অধিনায়ক আরিফুল হক মঙ্গলবার বিকেল ৫টার দিকে শার্টারগান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :