গাংনীর করমদী গ্রামে সাপের কামড়ে যু্বকের মৃত্যু।
![গাংনীর করমদী গ্রামে সাপের কামড়ে যু্বকের মৃত্যু।](https://dainikmeherpur.com/wp-content/uploads/2023/07/FB_IMG_1690042084560.jpg)
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে সাপের কামড়ে আকাশ হােসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবক আকাশ করমদী গ্রামের কুমারপাড়ার রহিদুল ইসলামের ছেলে।
শনিবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আকাশ এর মৃত্যু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় আকাশকে সাপের কামড় দেয়। স্থানীয় ভাবে চিকিৎসা দেয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে,পরিবারের লােকজন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেছিলেন