গাংনীতে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক  নিহত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 18 September 2023

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় আতিয়ার রহমান (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আতিয়ার গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের আজিত আলীর ছেলে। আতিয়ার পেশায় একজন ইটভাটা শ্রমিক।
সােমবার (২৮  সেপ্টেম্বর) মাগরিব এর সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উত্তরপাড়ার তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আতিয়ার বাইসাইকেলযােগে নিজ বাড়ি থেকে গাংনী খানকাহ শরিফ মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন। তিনি গাংনী শহরে ঢুকতেই তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে, সড়কের পাশে রাখা পাথরের উপর বাইসাইকেলের চাকা উঠলে, পিচ্ছিলে যায়। এসময় সে বাইসাইকেল থেকে ছিটকে পড়লে, পিছন দিক থেকে আসা একটি  ট্রাক তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাক চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :