গাংনীর জুগিন্দার জাকির হোসেনের ইন্তেকাল।
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের বার-বার নির্বাচিত সাবেক মেম্বর জাফর আলীর মেঝ ছেলে জাকির হোসেন (৩২) ইন্তেকাল করেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগ (ক ইউনিট) সভাপতি ও পাঁচ বার নির্বাচিত ইউপি মেম্বর জাফর আলীর মৃত্যুর পর। তার মেঝ ছেলে জাকির হোসেন পিতার রাজনীতি ও সামাজিক কার্যক্রমের হাল ধরেন। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি পিতার মেম্বর পদের জন্য দুইবার নির্বাচনেও অংশগ্রহণ করেন। দুই বারই তিনি পরাজিত হন। মানবিক মানুষ হিসেবে এলাকায় সকল শ্রেণি পেশার মানুষের কাছে তার পরিচিত ছিল ছোটবেলা থেকেই। এমন একজন মানুষের চলে যাওয়াতে তাই শোকের ছায়া নেমে এসেছে এলাকার মানুষের মাঝে।
প্রয়াত মেম্বর জাফর আলীর তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে জাকির হোসেন মেঝ।
দাম্পত্য জীবনে জাকির হোসেনের কোন সন্তান-সন্ততি নেই।
মরদেহ ঢাকা থেকে বাড়ির পথে রয়েছে। আজ বুধবার বাদ আছর জুগিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানে তার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
এদিকে জাকিরের বিদেহ আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।