গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা!

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:49 PM, 24 September 2023

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার দুপুরের দিকে গাংনীর তেরাইল বাজারের মেসার্স পরশ এলপিজি গ্যাস পাম্পে নকল মোড়কীকরণ করে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে মেসার্স পরশ এন্টারপ্রাইজ এলপিজি গ্যাস পাম্পের মালিক জাহাঙ্গীর আলম বাদশাকে ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গাংনী শহরের নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার অপরাধে নাজ এলপিজি অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশন এর মালিক ফারুক হোসেনকে ২০০৯ সালের ৪৫ ধারায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের অভিযানে নেতৃত্ব দেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। এই অভিযান চলাকালীন সময়ে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং র‍্যাব ১২ গাংনী ক্যাম্পের একটি টিম সার্বিক সহযোগিতার জন্যে উপস্থিত ছিলেন!

আপনার মতামত লিখুন :