এ এসআই সালামের অত্যাচারে অতিষ্ঠ মোশারফ এর পরিবার
এইচ এম বিল্লাল, মেহেরপুর।
হবিগঞ্জে চাকুরিরত পুলিশের এ এস আই আব্দুস সালামের অত্যচারে অতিষ্ট হয়ে পড়েছে গাংনীর মোশারফ হোসেন ও তার পরিবার। এ এসআই আব্দুস সালামের ভাড়া করা গুন্ডা বাহিনী রবিবার রাত ৮ টার দিকে গাংনীর কাষ্টদহ মৌজায় মোঃ মোশাররফ হোসেনের জমির অর্ধশতাধিক গাছ কেটে নিয়ে চলে গিয়েছে। জমির মালিক এঘটনার বাধা দিতে গেলে দুর্বিত্তরা তাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে মোশাররফ হোসেন গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তিনি তার লিখিত অভিযোগে বলেন মোছাঃ পরিছন নেছা (৫৯) স্বামী মৃত নবীছদীন মাষ্টার, সাং মহেষপুর, বর্তমান সাং গাংনী উত্তরপাড়া, মো: খাইরুল ইসলাম (৩৫), পিতা-মো: রুহুল আমিন, সাং করমদী, মোঃ আবু সাইদ (২৬), পিতা- আঃ সালাম, ৪। মো: খোকন (৪৫), পিতা- মৃত সামসুদ্দীন মন্ডল, মো: টগলু (২৮), ও মো: জগলু (২৫), উভয় পিতা- আবু তালেব দেশী (অস্ত্র) নিয়ে কাষ্টদাহ মৌজার এস এ খতিয়ান নং ৯ আর এস খতিয়ান নং ৪৮২, এস এ দাগ নং ১০১ আর এস দাগ নং ১১৮/১১৭২ জমির পরিমান ৪১ শতক জমি নিয়ে বিরোধ দেখা দিলে বিরোধ নিষ্পত্তির জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মেহেরপুর আদালতে পিটিশন মামলা করি যাহার পি- মামলা নং ২৫/২১ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৫। আমি আমার জমিতে নেটের জাল দিয়ে ঘিরে জমিতে ৩০ টি আম. ১০টি পেয়ারা ও ১০টি মেহগনী গাছ রোপন করি। জনৈক মো: আঃ সালাম এর ইন্ধনে বিবাদীগণ ইং ১৫/০৫/২০২২ তারিখ রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় আমার দখল কৃত জমিতে প্রবেশ করে জমিতে রোপন কৃত সমস্ত গাছ ও নেটে জাল এবং বাঁশ দিয়ে বেড়া উপড়িয়ে নিয়ে যায়। উক্ত জমিতে তারা বসত ঘর নিমার্ণ করিবে আমি বাধা দিতে গেলে বিবাদীগণ আমাকে খুন করে লাশ গুম করে ফেলাইবে বলে হুমকি প্রদান করে ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন , আভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।