গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:23 PM, 04 November 2023
Exif_JPEG_420

“সমবায়ে গড়ছি, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল শনিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অতিথিদের উত্তরীয় পরানাে এবং পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুনতাজ আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার শহিদুর রহমান, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, গাংনী সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায় সমিতির সদস্যরা।

আপনার মতামত লিখুন :