মালয়েশিয়ায় জেলহত্যা দিবসের আলোচনা সভায় গাংনীর দুই ইউপি চেয়ারম্যান ছেপু ও সোহেল এর অংশ গ্রহন।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:22 PM, 06 November 2023

মাহাবুব ইসলাম: ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায়। কুয়ালালামপুর মহানগর যুবলীগ মালয়েশিয়া শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কুয়ালালামপুর মহানগর যুবলীগের সভাপতি রিশাদ বিন আব্দুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলার ৯নং রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।

এসময় কুয়ালালামপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মনসুর আল বাশার সোহেল, বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান, জামালপুর চেম্বার অব কমার্স এর পলিচালক মির্জা রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া মালয়েশিয়া মহানগর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আকাবুর মাহমুদ, সহ সম্পাদক জোনায়েদ হাসান হৃদয়, সিনিয়র সদস্য লুৎফর রহমান, দপ্তর সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রানা, মালয়েশিয়া মহানগর যুবলীগ
নেতা রাসেল খান, রিপন হোসেন, নাদিম খান, ইমরান হোসেন সোহগ, সাইফুল ইসলাম, আলামিন হোসেন, শামীম রোহান, নিজাম, ইজাল, সাইদুল, আসলাম, বিপ্লব, হাফিজ, জহুরুলসহ যুবলীগের নেতা ও কর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন :