মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেন ও ২ আসনে ডা. এ,এস,এম, নাজমুল হক সাগর নৌকার মনোনয়ন পেলেন।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:33 PM, 26 November 2023

মেহেরপুর-১ আসনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এ,এস,এম নাজমুল হক সাগর।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে এনিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন। অপরদিকে মেহেরপুর-২ আসনে নাজমুল হক সাগর প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

এর আগে শনিবার (২৫ নভেম্বর) চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আপনার মতামত লিখুন :