গাংনীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামীলীগের মতবিনিময় সভা।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:51 PM, 29 November 2023

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে করনীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে গাংনী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ভিটা পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু, এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মে‌হেরপুর-২ (গাংনী) আস‌নে স্থানীয় আওয়ামী‌গের পক্ষ থে‌কে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে মোখ‌লেছুর রহমান মুকুলের নাম চুড়ান্ত হয়। এবং উপ‌জেলা আওয়ামী লীগের সাধ‌ারণ সম্পাদক মোখ‌লেছুর রহমান‌ মুকুল‌কে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :