মেহেরপুরে র্যাবের পৃথক অভিযানে ৩জন গ্রেপ্তার।
মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে ৩-জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬৬ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বর্ডার পাড়ার মৃত নঈমুদ্দীন শেখের ছেলে মালেক শেখ (৫৫) ও মৃত আতর আলী শেখের ছেলে কুদ্দুছ শেখ (৫৬) এবং রাজশাহীর বাগমারা উপজেলার লাউবাড়িয়া গ্রামের ওয়াজেদ এর ছেলে আবু রায়হান (২৬)।
শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ মেহেরপুরের (গাংনী) ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া এলাকায় দুজন মাদক পাঁচারকারী ফেনসিডিল নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৬৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই রাতে মেহেরপুর জেলা শহরের সরকারী কলেজ মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে গত বুধবার (১০ নভেম্বর) রাজশাহী জেলার বাগমারা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা রয়েছে। যার নং-০৬, তারিখ-১০/১১/২৩ ইং। তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।