মেহেরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের।
![মেহেরপুরে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের।](https://dainikmeherpur.com/wp-content/uploads/2023/12/মেহেরপুর.-.jpeg)
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে তারিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার একটি গরুও মারা গেছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তারিকুল রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, এদিন সকালে গরুর গোয়াল ঘরে বৈদ্যুতিক লাইন থেকে তারিকুলের একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তিনি গরুর শরীরে লেগে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে মারাত্মকভাবে আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার গরুটিও মারা গেছে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।