মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
মেহেরপুরের গাংনীতে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম জামাল হােসেন। পবিত্র গীতা পাঠ করেন উপজেলা প্রকল্প বাস্তবতা কর্মকর্তা (পিআইও) নিরঞ্জন চক্রবর্তি।
গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মুন্টুর সঞ্চালনায়-বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী, জেলা জেপির সভাপতি আব্দুল হালিম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন।
এসময় আরো বক্তব্য রাখেন সাহারবাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীন, গাংনী সরকারী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নাসির উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।