গাংনী পৌর আওয়ামী লীগের নৌকার পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:10 PM, 28 December 2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.এ,এস,এম নাজমুল হক সাগরের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে গাংনী পৌর আওয়ামী লীগের আয়োজনে গাংনী বাস স্ট্যান্ড এলাকার শহীদ রেজাউল চত্ত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।

গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসের বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা। অন্য কোন প্রতীক নেই। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই থাকতে হবে। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, পৌর আওয়ামী লীগ সব সময় আওয়ামী লীগের পক্ষে ছিল এবং কয়েকটি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছে। এবারও পৌর আওয়ামী লীগ সফল হবে।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জীবন আকবর, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি তারিফুল ইসলাম জীবনসহ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :