গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  04:46 AM, 29 March 2024

মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা মাঠে গমের নাড়া পুড়াতে গিয়ে অগ্নিকান্ডে ৩ জন্ কৃষকের ফসল পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চোখতোলা নামক মাঠে এই অগ্নিকান্ডের এঘটনা ঘটে।

গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেমের গম ক্ষেত ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজ আলীর তামাক ক্ষেত, নাসির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন এর ভূট্রা ক্ষেতে আগুন লেগে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, জোরপুকুরিয়া গ্রামের একজন কৃষক গমের নাড়া পোড়ানোর জন্য আগুন দিলে বাতাসে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বামন্দী ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইছাহাক আলী জানান, খবর পেয়ে আমাদের সদস্যগণ অগ্নিকান্ডের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে কিছু জমির ফসল পুড়ে গেছে। এতে কৃষকের প্রায় সব মিলিয়ে ১ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন :