দৌলতপুরে কলেজের অধ্যক্ষে আবারো হামলার চেষ্টা: প্রশাসনের কঠোর প্রতিরোধ

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  07:14 PM, 25 June 2024

কুষ্টিয়ার দৌলতপুরের ঐতিহ্যবাহী কলেজেরে অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমনের উপরে আবারো হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এই হামলার চেষ্টা করা হয় বলে জানা যায়। প্রশাসনের কঠোর প্রতিরোধের জন্য হামলা হয়নি বলে জানা যায়।
কুষ্টিয়া জেলার দৌলতপুর কলেজে অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার চিপ এজেন্ট হিসেবে নির্বাচন পরিচালনা করার জন্য স্বতন্ত্র এমপি রেজাউল চৌধুরী ভাই সন্ত্রাসী টোকেন চৌধুরী দৌলতপুর কলেজে তার ক্যাডার বাহিনী দিয়ে ৫ জুন হামলা করে এবং অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করে।
এই ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান মিনা জানান, আগে থেকেই খবর পাই কলেজে দুই পক্ষ অবস্থান নিতে পারে। সেই কারনে দৌলতপুর থানার টহল পুলিশ ও বেশ কিছু পুলিশ কলেজে মোতায়েন করা হয়েছিলো। কোন পক্ষ অপ্রিতিকর ঘটনা ঘটালে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হতো।
কলেজের অধ্যক্ষ ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান খান সুমন জানান, বর্তমান সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী লোকজন হামলা চালাতে পারে এমন খবর পেয়ে ঔ রাতেই আমি কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‌্যাবকে অবহিত করে রাখি। সকাল থেকেই দৌলতপুর করেজে অতিরিক্ত প্রশাসন মোতায়েন থাকায় তারা হামলা করতে পারেনা। প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা হামলা করতে পারেনি। এই ঘটনায় আমার কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ছিলো।

আপনার মতামত লিখুন :