মেহেরপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত
দুর্নীতি প্রতিরোধে আমার সবাই একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দুর্নীতি প্রতিরোধে জনগন ও সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর), সকালে এ উপলক্ষে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য মিজানুর রহমান, নূরুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি আমাদের সমাজে জালের মতো বিস্তার লাভ করেছে। এমন কোন সেক্টর নেই যেখানে দুর্নীতি নেই। দুর্নীতি যে কোন দেশের জন্য মরণব্যাধি। এ ব্যাধি থেকে মুক্ত হতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। মানববন্ধনে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলে একসাথে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।