মেহেরপুরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫০ জনের মাঝে চেক ও গাভী বিতরণ

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:09 PM, 18 December 2022

দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মাঝে চেক ও গাভী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ ডিসেম্বর), দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও গাভী বিতরণ করেন।
প্রকল্প পরিচালকের দপ্তর, খুলনা আয়োজিত ও জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরের সার্বিক সহযোগিতায় চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এনডিসি সচিব মোহাম্মদ মশিউর রহমান ও সমবায় অধিদপ্তরের মহা-পরিচালক ও নিবন্ধক ডঃ তরুণ কান্তি শিকদার।
এসময় অন্যান্যের মধ্যে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিনসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২৫০ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে গাভী ও খাবার ক্রয়ের জন্য চেক এবং গাভী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :