বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি দায়িত্ব পালন করেন নবনির্বাচিত বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সহ সম্পাদক মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল জুনায়েদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বাগেরহাট জেলা আহ্বায়ক মামুন হাওলাদার
উক্ত সভায় সংগঠনের দিকনির্দেশিমুলক আলোচনা করে প্রধান অতিথি বলেন’ “সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সঙ্ঘবদ্ধ থাকা একে অপরের খোঁজখবর নেয়া এবং সাংগঠনিক কাজকে গতিশীল করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা। ”
বিশেষ অতিথি আব্দুল্লাহ আল জুনায়েদ বলেন,”বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ একটি স্বচ্ছ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনৈতিক সংগঠন যার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন ধারা অব্যাহত কার্যক্রম অতি সহজেই তুলে ধরতে পারেন।”
বিশেষ অতিথি মামুন হাওলাদার বলেন,”এই সংগঠনের মধ্যে দিয়েই জাতির উন্নয়নমূলক কার্যক্রম সবার আগে পৌঁছে যাবে মানুষের কাছে এবং শুধু বাংলাদেশ নয়;বিশ্ববাসীর কাছে পৌঁছানো সম্ভব।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে।”
বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান আরিফ বলেন,” আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করব। সংগঠনকে আরো শক্তিশালী করার সাংগঠনিক কাজের জন্য আমি সর্বদা আমার নিজেকে নিয়োজিত রাখবো। আমি যেন আমাকে এ সংগঠনে উজাড় করে দিতে পারি সকলের কাছে দোয়া কামনা করি।”
এবং অন্যান্য বিশেষ অতিথিগণ সংগঠনের দিক নির্দেশনামূলক আলোচনা করেন।