গাংনী মহিলা ডিগ্রি কলেজে হয়ে গেলো পিঠা উৎসব।
মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে শীতকালীণ পিঠা উৎসব অনুষ্টিত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় মহিলা কলেজ প্রাঙ্গনে পিঠা উৎসব ও একাদশ শ্রেনীর ক্লাশ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পিঠা উৎসবের উদ্বোধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। এসময় গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম, সহকারি অধ্যাপক মোঃ রমজান আলীসহ কলেজের সকল শিক্ষক কর্মচারি বৃন্দরা উপস্থিত ছিলেন। কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিন ব্যাপী পিঠা উৎসবে ২৪ টি স্টল বসানো হয়েছে। স্টলগুলিতে সাজানো হয়েছে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা। হারিয়ে যাওয়া পিঠা দেখতে এবং পিঠার স্বাদ উপভোগ করতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নিচ্ছে পিঠা উৎসবে। এসময় কলেজের একাদশ শ্রেনীর ক্লাশ উদ্বোধন করা হয়।