“সিক্ত বাংলাদেশের জলবায়ু সচেতনতায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন”

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:51 PM, 08 February 2023

 

সিক্ত বাংলাদেশের আয়োজনে ও গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়ার সহায়তায় জলবায়ু সচেতনতায় দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ধাপে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সেশন পরিচালনা করা হয়। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশ ও অনেক বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে দৌলতপুর উপজেলা অন্যতম। গ্রিন নিউ ডিল হাব কুষ্টিয়া কাজ করছে জলবায়ু সচেতনতা ও পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতিকারক ফসিল ফুয়েল এর ব্যবহার কমিয়ে রিনিয়েবল এনার্জিতে রুপান্তরের দাবী নিয়ে। এ সময়ে উপস্থিত ছিলেন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুজিবর রহমান সহ স্কুলের সকল শিক্ষকগণ সহ স্কুলের স্কাউট টিম। সেশনটি পরিচালনা করেন ৩৫০ বাংলাদেশের কান্ট্রি কো অর্ডিনেটর ফারজানা ফারুক ঝুমু, এসোসিয়েট কান্ট্রি কো অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ, সিক্ত বাংলাদেশ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সিনিয়র রোভার হোসনেয়ারা খাতুন সহ সিক্ত বাংলাদেশ ও গ্রিন নিউ ডিল হাব এর সদস্যরা।

আপনার মতামত লিখুন :