গাংনীতে বিএনপি নেতা গ্রেফতার।
নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
গ্রেফতারকৃত সালাউদ্দীন গাংনী উপজেলার খাসমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে গাংনী উপজেলা শহরে বোমা বিস্ফোরণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপুর দায়ের করা মামলা রয়েছে। যার নং-৩২(১১)২২।
বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গাংনী থানার উপপরিদর্শক(এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল তার বাড়িতে অভিযান চালিয়ে সালাউদ্দীনকে গ্রেফতার করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সালাউদ্দীনকে আজ বৃহস্পতিবার সকালের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে বিএনপি সালাউদ্দীনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, দেশব্যাপি বিএনপির পদযাত্রাকে নস্যাৎ করতেই মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতৃবৃন্দকে গ্রেফতার অভিযানে নেমেছেন পুলিশ। অবিলম্বে সালাউদ্দীনকে নি:শর্ত মুক্তির দাবি জানান।