জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:22 PM, 12 February 2023
Exif_JPEG_420

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ, একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম এর পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ফরিদুল ইসলাম, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয়। অতিথিবৃন্দের সামনে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন দেশাত্মবোধক ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
এরপর একাডেমিক ভবনের উদ্বােধন করেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :