গাংনীতে শীতবস্ত্র কম্বল বিতরণ।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  06:39 PM, 13 February 2023
Exif_JPEG_420

মেহেরপুরের গাংনীতে গাংনী পৌর আওয়ামীলীগ ও ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন, দুস্থ ও অসহায় দুই হাজার জনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত এসব কম্বল বিতরণ করা হয়।

গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি উপস্থিত থেকে নিজ হাতে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :