গাংনীতে বিএনপি নেতা আব্দুল আওয়াল গ্রেফতার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  12:52 PM, 14 February 2023

মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বামন্দী বাজারের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গাংনী থানা পুলিশ। আব্দুল আওয়াল বামুন্দী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।

গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাশকতা বিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বামন্দীর একটি মাদ্রাসায় নাশকতার গোপন বৈঠক থেকে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় কিছু লোক। ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফোরিত ককটেল, রামদা ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন :