মেহেরপুরের মোমিনপুরে একটি বাড়ি থেকে দুটি গরু চুরি, পুলিশি অভিযানে উদ্ধার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  01:42 PM, 18 February 2023

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের মোমিনপুর গ্রাম থেকে রাতের আধাঁরে কৃষকের দুটি এঁড়ে গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কৃষক ফরজ আলী রাজনগর পুর্ব পাড়ার মৃত ছাকন আলীর ছেলে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় রাতের আধাঁরে ফরজ আলীর বাড়ির গেটের তালা ভেঙে চোরেরা গোয়ালঘর থেকে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের দুটি গরু চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের ন্যায় রাত সাড়ে তিনটার দিকে ফরজের স্ত্রী গোয়ালে গরু দেখতে আসে। পরে গোয়ালে গরু দেখতে না পেয়ে ফরজ আলী প্রতিবেশীদের সহযোগিতায় শুরু করে গরু খোঁজাখুঁজি। খোঁজাখুজির এক পর্যায়ে তারা বিষয়টি বারাদী পুলিশ ক্যাম্পের রাত্রীকালীন টহলরত পুলিশ টিমের এএসআই সিদ্দিককে অবগত করলে তিনি বিষয় টি ক্যাম্প ইনচার্জ এসআই মফিজুল ইসলামকে জানান ।

পুলিশি অভিযানে চুরি হওয়া গরু দুটি বাড়ীর পাশ্ববর্তী মাঠ থেকে উদ্ধার করা হয়। এ সময় ক্যাম্প ইনচার্জ এসআই মফিজুল বলেন , আমি ও আমার সহকর্মী পুলিশ সদস্যরা রাতে এলাকায় টহলরত ছিলাম । সে সময় সংবাদ পায় মোমিনপুর গ্রাম থেকে দুটি গরু চুরি হয়েছে। খোঁজাখুজির একপর্যায়ে চোরেরা আমাদের উপস্থিতি টের পেয়ে গরু বাড়ির পাশ্ববর্তী মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গরু দুটি উদ্ধার করে মোমিনপুর গ্রামের হাইটেকপাড়ার গরুর মালিক ফরজের কাছে হস্থান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :