মুজিবনগরে গম ক্ষেত থেকে অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  07:12 PM, 20 February 2023

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের মহাজনপুর গ্রামের এস আর আব্দুর রাজ্জাকের ইটভাটার পাশে ফিরাতুল এর গম ক্ষেত থে‌কে অজ্ঞাত মহিলার মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।‌

স্থানীয় সূত্রে জানা যায়, মহাজনপুর গ্রামের ফিরাতুল প্রতিদিনের ন্যায় আজকেও গম ক্ষেত দেখার উদ্দেশ্যে মাঠে যায়। এক পর্যা‌য়ে সেখা‌নে অজ্ঞাত এক নারীর মর‌দেহ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। মর‌দেহ উদ্ধা‌রের সময় বিবস্ত্র ও হাত-পা বাঁধা অবস্থায় ছিল মরদেহ টি। মাথায় আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে তাই হত‌্যা ক‌রে মর‌দেহ ফে‌লে রাখা হ‌তে পা‌রে ব‌লে ধারণা পু‌লি‌শের।

এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন ও ইউপি সদস্য ফিদু শেখ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা এবং আ‌শেপা‌শের গ্রা‌মের লোকজন কেউ মর‌দে‌হের প‌রিচয় শনাক্ত কর‌তে পা‌রি‌নি।
ঘটনার বিষয়ে মু‌জিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, মর‌দে‌হের ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। প‌রিচয় শনা‌ক্ত এবং ঘটনার রহস‌্য উ‌ন্মোচ‌নের চেষ্টা কর‌ছে পু‌লিশ।

আপনার মতামত লিখুন :