কুষ্টিয়ায় “সিক্ত বাংলাদেশের” জলবায়ু সুবিচারের দাবীতে বিভিন্ন কার্যক্রম।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  08:24 AM, 03 March 2023

 

বাংলাদেশ – জলবায়ু সংকট মোকাবেলায় সারা বিশ্বের নেতাদের পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষ আন্দোলন করছে। বাংলাদেশের যুবকরাও এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। সিক্ত বাংলাদেশ, এক্টিভিস্টা বাংলাদেশ ও গ্রিন নিউ ডিল হাবের যুবকদের দ্বারা সংগঠিত এবং নেতৃত্বে, বিক্ষোভগুলি গতকাল সন্ধ্যা হতে আজ সারাদিন দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত হবে।
#TomorrowIsTooLate, অর্থাৎ আগামির আশা করলে জলবায়ু প্রদক্ষেপ নেয়ার জন্য অনেক দেরী হয়ে যাবে। তাই জলবায়ু সমস্যা নিরসনে জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবিতে যুবকরা আন্দোলন করছে। কুস্টিয়ার দৌলতপুর উপজেলায় সিক্ত বাংলাদেশের সদস্যরা মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে জলবায়ু সমস্যায় আলোকপাত করেছে। তারা ধর্মঘটের আগে নীতিগত দাবির একটি তালিকা তৈরি করেছে যাতে তারা জলবায়ু পরিবর্তনমূলক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। মো. মাহাবুল আলম তামিম, সিক্ত বাংলাদেশের প্রতিষ্ঠাতা বলেছেন, বিশ্ব নেতারা বারবার যে মিথ্যা আশ্বাস দিচ্ছে সেই ফাঁকা বুলি শোনার মতো আর সময় নেই, এর জন্যই আমরা মোমবাতি দিয়ে এই আয়োজন করেছি আমরা বুঝতে পারছি মোম গ্লোবাল নর্থের দেশ ও কোম্পানিগুলো এভাবেই আমাদের ব্যক্তিগত কার্বন নিঃসরণকে দায়ী করে তাদের নিঃসরণ থেকে ফোকাস সরিয়ে দিচ্ছে। তাই আমরা চাই এই বিশাল নিঃসরণে আরো নজর দিতে। আমরা অবশ্যই এই নিঃসরণের অফসেটে কাজ করব। সিক্ত বাংলাদেশ কুষ্টিয়া থেকে ফয়সাল আহমেদ বলেছেন, আমরা কুষ্টিয়াতে আমাদের জলবায়ু সুবিচারের দাবী আদায়ে আজকে সারাদিন ব্যাপি কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় শতাধিক যুবদের নিয়ে এই এক্টিভিটি গুলো চালিয়ে যাবো। সিক্ত বাংলাদেশ কেন্দ্রীয় থেকে জানা যায় কুষ্টিয়া সহ সিক্ত বাগেরহাট, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ঢাকায় এই আয়োজন চলছে।

আপনার মতামত লিখুন :