গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে ঝরে গেলাে যুবকের প্রাণ।
যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে কর্ম করে উপার্জিত টাকা দিয়ে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবে। পরিবারের দুঃখ ঘুচিয়ে মা-বাবার মুখে হাসি ফােটাবে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন যেনাে স্বপ্নই রয়ে গেলাে।
টগবগে যুবক আহার আলী (২২) মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মাঠপাড়ার আজিবার রহমানের ছেলে।
কিছুদিন পরেই কর্মের তাগিদে আহার আলীর মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি চলছিলো। প্রবাসে যাওয়ার সকল কাগজপত্রাদি প্রস্তুতও করেছিলেন। কিন্তু
রবিবার সকাল ১১টার সময় নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে চির বিদায় নিতাে হলাে।
জানা গেছে, রবিবার সকালে
আহার আলী তার বাড়ির পাশে একটি সেচ পাম্পের পানিতে গােসল করছিলেন। গােসল করার সময় পা পিচ্ছিলিয়ে সে বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরের বেল্টের উপর পড়লে, গুরুতর ভাবে আহত হয়।
এ সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত)
মনােজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।