গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  11:09 PM, 07 March 2023

মেহেরপুরের গাংনীতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের নেতৃত্ব পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গাংনী থানার পক্ষে ওসি আব্দুর রাজ্জাক পুষ্পমাল্য অর্পণ করেন। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হােসেন পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মুক্তিযােদ্ধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হােসেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্চ আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিকেলে দিবসটি উপলক্ষে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :