গাংনীতে ২শ ৮৫ বােতল ফেনসিডিল উদ্ধার।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ ৮৫ বােতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
রবিবার (১২ মার্চ) ভােররাতে সহড়াতলা ১৪৪/৬ নং পিলারের নিকট অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলাে উদ্ধার করে সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা। সহড়াতলা বিজিবির হাবিলদার বজলুর রহমানের
নেতৃত্বে ফেনসিডিল উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার মিরপুর ৪৭ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।