গাংনীর জুগিন্দা পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  09:01 PM, 17 March 2023

মাহাবুব ইসলামঃ মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে স্থানীয়দের অর্থায়নে নির্মিত জুগিন্দা পশ্চিমপাড়া জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) মুসল্লীগণের অংশগ্রহণে জুম্মার নামাজের মাধ্যমে উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মুস্তাকিন বিল্লাহ।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান আখের। আরও বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গুলতান হোসেন, হাফেজ মাওলানা মোঃ জাকিরুল ইসলাম, মসজিদের খতিব জিহাদ ইসলাম প্রমুখ।

এসময় জুগিন্দা গ্রামের বিপুল সংখ্যক মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :