গাংনীর মুন্দা মাঝের গ্রামে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।
মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের স্কুল পাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে মুন্দা অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বামুন্দী ইউনিয়নের মুন্দা মাঝের গ্রামের আয়োজনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মহিলা মেম্বার মাদেজা খাতুন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা ছিলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডা. এ এস এম নাজমুল হক সাগরের। বিশেষ কারনে তিনি উপস্থিত থাকতে পারেননি। তিনার পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল।
এসময় গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌফিক আজিজ মুন্নার সঞ্চালনায় মহিলা সমাবেশে মুন্দা মাঝের গ্রামের কয়েকশ মহিলা উপস্থিত ছিলেন।