শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন-ন্নেছা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে এবং নাম ফলক উন্মোচন করে ফজিলাতুন-নেছা একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সেখানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় তিনি প্যারেড পরিদর্শন, সালাম গ্রহণ ও মনোজ্ঞ কুচ কাওয়াজ প্রত্যক্ষ করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের উপ-পরিচালক আ খালেক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মুস্তাকিম, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।