গাংনীতে আরও এক সুদ কারবারি গ্রেফতার।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সুদ কারবারী হাতেম আলীকে (৩৫) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। রবিবার (১৯ মার্চ) বিকেলে পুলিশ হাতেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, ৬ভরি সোনার গহনা, ১২টি স্ট্যাম্প এবং ৯টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত হাতেম আলী তেতুলবাড়িয়া গ্রামের হারেজ আলীর ছেলে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, তেতুলবাড়িয়ার কুখ্যাত সুদ কারবারি হাতেম আলীর বিষয়ে মেহেরপুর পুলিশ সুপারের কাছে মৌখিক অভিযোগ করে এক ভুক্তভোগী। এর প্রেক্ষিতেই গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক অভিযানের নির্দেশ নেন। অভিযান পরিচালনা করেন এস, আই মাসুদুর রহমান। সুদের টাকার গ্যারান্টি হিসেবে এসব চেক, গয়না ও স্ট্যাম্প রাখা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে হাতেম।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত হাতেম আলীর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলার আসামি হিসেবে সোমবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।