মেহেরপুরে ট্রাক্টর ট্রলির চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত।
মেহেরপুরের মুজিবনগরে মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (১২) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মন্ডলপাড়া খাইরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ইব্রাহিম তার বাড়ির সামনে বাইসাইকেল চড়ে ঘোরাফেরা করছিল। কৃষি কাজে ব্যবহৃত মাটিবহনকারী অবৈধ ট্রলি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে এবং ট্রলি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, নিহত শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।